লকসটাউন হেলথকেয়ার ২০১৬ সালের জুনে প্রয়াত হাজী নিজাম উদ্দিন মন্ডল এবং হাজ্জাহ মঞ্জুরা বেগম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নীত করার গভীর আকাঙ্ক্ষা থেকেই তাঁরা এটি প্রতিষ্ঠা করেন। তাঁদের জীবনের শেষ বছরগুলোতে, তাঁরা এই প্রতিষ্ঠানটি আধুনিক সরঞ্জাম ও সুবিধা দিয়ে গড়ে তুলতে ও সজ্জিত করতে অক্লান্ত পরিশ্রম এবং ব্যক্তিগত সঞ্চয় বিনিয়োগ করেন। তাঁরা তাঁদের একমাত্র পুত্র, ইংল্যান্ডে কর্মরত চিকিৎসক ডঃ রাজিবুদ্দিন মন্ডলকে তাঁদের এই উত্তরাধিকার চালিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করেন। তাঁদের ইচ্ছা ছিল যে লকসটাউন হেলথকেয়ার একটি অলাভজনক সংস্থা হিসেবে পরিচালিত হবে, যা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও অটল সততা এবং সেবার প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।
লকসটাউন হেলথকেয়ার ২০১৬ সালের জুনে প্রয়াত হাজী নিজাম উদ্দিন মন্ডল এবং হাজ্জাহ মঞ্জুরা বেগম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নত করার গভীর আকাঙ্ক্ষা থেকেই তাঁরা এটি প্রতিষ্ঠা করেন। তাঁদের জীবনের শেষ বছরগুলোতে, তাঁরা এই প্রতিষ্ঠানটি আধুনিক সরঞ্জাম ও সুবিধা দিয়ে গড়ে তুলতে ও সজ্জিত করতে অক্লান্ত পরিশ্রম এবং ব্যক্তিগত সঞ্চয় বিনিয়োগ করেন।
তাঁরা তাঁদের একমাত্র পুত্র, ইংল্যান্ডে কর্মরত চিকিৎসক ডঃ রাজিবুদ্দিন মন্ডলকে তাঁদের এই উত্তরাধিকার চালিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করেন। তাঁদের ইচ্ছা ছিল যে লকসটাউন হেলথকেয়ার একটি অলাভজনক সংস্থা হিসেবে পরিচালিত হবে, যা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও অটল সততা এবং সেবার প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।
MBBS,DFRSH,MRCGP(London)
Patient Testimonials for Lockstown Healthcare
আমার চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। ডাক্তার খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ভালো ওষুধ দিয়েছেন। এখন অনেকটাই সুস্থ।
Rintu Rahaman
Farmerপরিচ্ছন্ন পরিবেশ, দ্রুত সেবা এবং পেশাদার ডাক্তার – সবকিছু মিলিয়ে অসাধারণ একটি অভিজ্ঞতা।
Rohan Das
Businessmanআমার চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। ডাক্তার খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ভালো ওষুধ দিয়েছেন। এখন অনেকটাই সুস্থ। .
Imdadul Haque
Studentsএই ক্লিনিকটির সবচেয়ে ভালো দিক হলো তাদের রোগী যত্নের মনোভাব। প্রফেশনাল ডাক্তার ও সময়মতো অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা – আমি খুবই খুশি তাদের সেবায়।
Bashir sk
Unemployedখুবই ভালো অভিজ্ঞতা। ডাক্তার এবং ক্লিনিকের স্টাফরা সবাই খুবই বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল। । আমি খুবই সন্তুষ্ট। ধন্যবাদ!
Sabina khatun
Housewife